| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী কুরবানীর পশুর চামড়ার মূল্য সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণের দাবি চামড়াশিল্প রক্ষা কমিটির


কুরবানীর পশুর চামড়ার মূল্য সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণের দাবি চামড়াশিল্প রক্ষা কমিটির


রহমত নিউজ     26 May, 2025     01:18 PM    


কুরবানীর পশুর চামড়ার মূল্য সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণের দাবিতে এক জরুরি বৈঠক করেছে চামড়াশিল্প রক্ষা কমিটি। 

সোমবার (২৫ মে) বাদ মাগরিব জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক মুফতী আব্দুল্লাহ ইয়াহ‌ইয়া।

এসময় বক্তারা বলেন, বিগত সরকারের আমলে পার্শ্ববর্তী একটি দেশকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে চামড়া শিল্পকে ধ্বংস করা হয়।  এতে দেশের চামড়া শিল্প যেমন ধ্বংস হয়েছে সেই সঙ্গে চামড়ার প্রকৃত হকদার গরিব-দুঃখীরাও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

এতে চামড়ার মূল্য নির্ধারণের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়ায় বক্তারা সরকারকে ধন্যবাদ জানান। তবে ভারত পাকিস্তানসহ অন্যান্য দেশের সাথে মিল রেখে এই চামড়ার মূল্য নির্ধারণ করা হয়নি বলে তারা দুঃখ প্রকাশ করেন।

বক্তারা দাবি জানান, চামড়ার সর্বনিম্ন মূল্য ঢাকায় কমপক্ষে ২০০০ টাকা ও ঢাকার বাইরে ১৮০০ টাকা নির্ধারণের।

মুফতী আফজাল হুসাইনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, চামড়া শিল্প রক্ষা কমিটির প্রধান সমন্বয়কারী মুফতী আ ফ ম আকরাম হুসাইন, মাওলানা নাজমুল হক, মাওলানা রুহুল আমিন সাদী,  মুফতী মাসুম আহমদ, মাওলানা আতাউর রহমান আতিকি, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা মামুন চৌধুরী, মুফতী সুলতান আহমদ, মুফতী ওমর ফারুক যুক্তিবাদী, অধ্যাপক মহব্বত হোসাইন ও নূর মোহাম্মদ প্রমুখ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা